
রাজধানী প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ কৃষি শিল্প প্রযুক্তি প্রদর্শনী “১৩তম গ্রেইনটেক বাংলাদেশ-২০২৫” এর পর্দা নামলো শনিবার ২২ নভেম্বর। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িলে। পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা ও উদ্ভাবনী সমাধান প্রদর্শন করে। এতে কৃষি উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কৃষক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রদর্শনী কৃষি শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশীয় উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলবে।
কৃষি প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, “গ্রেইনটেক বাংলাদেশ” দেশের কৃষি শিল্পের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের প্রদর্শনী আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে, যা কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় আগত দর্শনার্থীরা নতুন নতুন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন দেখে অত্যন্ত আনন্দিত হন। তারা জানান, এ ধরনের প্রদর্শনী কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলছে এবং কৃষি খাতে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করছে। অনেক উদ্যোক্তা ও তরুণ দর্শনার্থী জানান, নিয়মিত এ ধরনের আয়োজন তাদের কৃষিভিত্তিক শিল্প স্থাপনে অনুপ্রাণিত করবে।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে দেশের কৃষি শিল্পে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে আরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। কৃষি প্রযুক্তির এই অগ্রযাত্রা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।