“নিরাপদ মাছের প্রত্যয়ে মিলনমেলা" বাংলাদেশ ফিস হ্যাচারী এন্ড ফার্ম ওনার্স এসোসিয়েশনের বার্ষিক বনভোজন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: "নিরাপদ মাছ–সুস্থ মানুষ–নিরাপদ বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফিস হ্যাচারী এন্ড ফার্ম ওনার্স এসোসিয়েশন এর বার্ষিক বনভোজন ও সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশালের ড্রিম ভিলেজ পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। শীতের শুরুতে স্বস্তিদায়ক ও মনোরম পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম শামছুল আলম (বাদল), উপদেষ্টা, বাংলাদেশ ফিস হ্যাচারী এন্ড ফার্ম ওনার্স এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আলমগীর, উপদেষ্টা; জনাব মোঃ জসিম উদ্দিন, উপদেষ্টা; জনাব মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপদেষ্টা; এবং সংগঠনের সভাপতি জনাব মোঃ সাজ্জাদ হোসেন।

সকালে শুরু হয় রঙিন আয়োজন, নানা আকর্ষণীয় খেলাধুলা ও অংশগ্রহণমূলক কার্যক্রম, যা সবাইকে এক আনন্দঘন পরিবেশে আবদ্ধ করে। ব্যস্ত জীবনের চাপ থেকে কিছুটা মুক্তি পেয়ে ব্যবসায়ী, হ্যাচারী মালিক, ফার্ম উদ্যোক্তা ও মৎস্যবিদরা একে অপরের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ারের সুযোগ পান। মিলনমেলার এই উষ্ণ মুহূর্তগুলি সদস্যদের পেশাগত সম্পর্ককে আরো দৃঢ় করে এবং ভবিষ্যতে নিরাপদ মাছ উৎপাদনের লক্ষ্যে সবাইকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

বাংলাদেশের সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে যারা দিনরাত পরিশ্রম করছেন সেসব হ্যাচারী ও ফার্ম উদ্যোক্তাদের অবদান অনুষ্ঠানটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁদের প্রচেষ্টার কারণেই নিরাপদ মাছ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে বক্তারা মত প্রকাশ করেন।

আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন: আব্দুল্লাহ্ পোল্ট্রি ফিড মিল, সুষম ফিড লিঃ (মার্স ফিড), প্যারাগন গ্রুপ, কোয়ালিটি ফিডস্ লিঃ, অলওয়েলস্ মার্কেটিং লিঃ, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী, এসিআই এ্যানিমেল হেলথ্, ক্লিনিকন এগ্রোভেট প্রাঃ লিঃ, ভিএনএফ এগ্রো লিঃ, দ্যা একমি ল্যাব, মেরিট অ্যানিমেল সাইন্স, লার্সেন এগ্রো লিঃ, আল্টিমেট বায়ো সাইন্স এবং এইচকেএ এশিয়া ফিডস্ এন্ড ফার্মস লিঃ।

দিনব্যাপী আনন্দ, হাসি-আনন্দে ভরপুর এই বনভোজন শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল দেশের মৎস্যখাতে কর্মরতদের জন্য পারস্পরিক সহযোগিতা, নিরাপদ উৎপাদন এবং সেক্টরকে আরও এগিয়ে নেয়ার শপথ পুনর্ব্যক্ত করার একটি অনন্য সুযোগ।