
এগ্রিলাইফ২৪ ডটকম: “Healthy Feeds, Healthy Animals, Healthy People – A Healthy Future: That’s Called Real Organic Farming” শীর্ষক একটি জ্ঞানভিত্তিক আলোচনা অনুষ্ঠান ১২ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার বনানীর দ্য রেইন ট্রি হোটেলে অনুষ্ঠিত হয়। ট্রেড গ্লোবাল লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অ্যান্টিবায়োটিকমুক্ত খামার ব্যবস্থাপনা, প্রকৃত অর্গানিক প্রাণিসম্পদ পুষ্টি এবং খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বাংলাদেশের ডেইরি শিল্প আধুনিকায়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Mr. Liu Yongli, CEO of Jiaozuo Bai Yian Biological Engineering Co. Ltd., and Ms. Chai Ruichen, International Export Manager । তাঁরা ফারমেন্টেড চীনা হার্বাল ফিড অ্যাডিটিভস এবং তা পশুর বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও অন্ত্রের উপকারী জীবাণু স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেন। এছাড়া খ্যাতনামা ডেইরি বিশেষজ্ঞ ড. মো. শফিকুর রহমান, পিএইচডি এবং মি. তোফায়েল আহমেদ, যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক (পিডি), সমবায় অধিদপ্তর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় টেকসই ডেইরি উন্নয়ন ও সমবায়ভিত্তিক খাত সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
ট্রেড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, দেশের অগ্রগতির পেছনে পরিশ্রমী কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁদের শ্রমই জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি আরও জানান, কৃষকদের জন্য আধুনিক সেবা, উন্নত যন্ত্রপাতি, প্রাকৃতিক ফিড প্রিমিক্স এবং সমন্বিত প্রাণিসম্পদ সমাধান প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ট্রেড গ্লোবাল লিমিটেড গত আট বছরেরও বেশি সময় ধরে সারা বাংলাদেশে খামার সংশ্লিষ্ট মানসম্মত পণ্য ও সেবা আমদানি, রপ্তানি ও সরবরাহ করে আসছে। খামার যান্ত্রিকীকরণ এবং উন্নত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃষকদের জন্য দ্রুত, কার্যকর ও সহজলভ্য সমাধান নিশ্চিত করতে কাজ করছে, যা একটি স্বাস্থ্যকর ও টেকসই ডেইরি খাত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।