শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার এসোসিয়েশনের দোয়া

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বাদ আছর উপজেলার আড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এবং বাদ মাগরিব আমরুল ইউনিয়নের মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা ফার্টিলাইজার এসোসিয়েশন সদস্য আব্দুস সোবহান জিন্নাহ,শাজাহানপুর উপজেলা বিএনপির সহসভাপতি তমেজ উদ্দিন, শাহিনুর রহমান শাহীন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এম আর মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রতন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মাসুদ, বিএনপি নেতা জামাল উদ্দিন মোল্লা, আরিফ সরকার টিয়া, উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, বিএনপি নেতা হুমায়ুন আহম্মেদ, আব্দুর রহিম শিবলু, ইমদাদুল হক, ইমরান, শফিকুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মমিন সোনার, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজা এবং যুবনেতা শাকিল, আহাদ শুভ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।