সিভাসু’তে ল্যাবরেটরি সেফটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) উদ্যোগে ল্যাবরেটরি সেফটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিআরটিসি ভবনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪ জন পিএইচডি ও ২২ জন এমএস শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় তাত্ত্বিক আলোচনার পাশাপাশি পিআরটিসি’র বিভিন্ন গবেষণাগার সরাসরি পরিদর্শনের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় বায়োসেফটি ও বায়োসিকিউরিটি, রিস্ক অ্যাসেসমেন্ট, ল্যাবরেটরি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা এবং মাইক্রোবায়োলজিক্যাল ও কেমিক্যাল স্যাম্পল নিরাপদভাবে হ্যান্ডলিং বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

উক্ত প্রশিক্ষণে থিওরি ক্লাস ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন আইসিডিডিআরবি’র বায়োসেফটি অফিসের প্রধান ড. আসাদুল ঘানী, সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড.আবদুল আহাদ, পিআরটিসি’র ল্যাব ইনচার্জ প্রফেসর ড. মো. সোহেল আল ফারুক এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইনকেয়াজ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন পিআরটিসি’র পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান পিআরটিসি’র অর্জিত সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে এটিকে আরও আধুনিক, কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।