
এগ্রিলাইফ প্রতিনিধি:আর.আর.পি গ্রুপ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দীর্ঘদিন ধরে আস্থা ও সেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য এবং দক্ষ জনবল নিয়ে আমরা ভবিষ্যতে আরও বিস্তৃত ও খামারীবান্ধব পরিসরে কার্যক্রম পরিচালনা করতে চায় আর.আর.পি গ্রুপ। পরিকল্পিত বিনিয়োগ ও টিমওয়ার্কের মাধ্যমে গ্রুপটি দেশের কৃষি সেক্টরে শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
ঈশ্বরদীর আর.আর.পি কমিউনিটি সেন্টারে গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় আর.আর.পি গ্রুপের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ সমাপনী অনুষ্ঠিত হয়। সভায় গ্রুপের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম-এর সভাপতিত্বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনছুর আলম, পরিচালক মোঃ আজমল হোসেন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন গ্রুপের সিইও ডা. জুয়েল কাদির, জেনারেল ম্যানেজার ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. সুকান্ত ভৌমিক, মার্কেটিং ম্যানেজার এবং মাজহারুল ইসলাম, এজিএম (প্রশাসন) সহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এজিএম-এ গত বছরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং অর্জন, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বক্তারা বলেন, ফিড উৎপাদন বৃদ্ধি, ভ্যাক্সিনসহ অন্যান্য পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে খামারিদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী সমাধান নিশ্চিত করাই গ্রুপের মূল লক্ষ্য। লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আকর্ষণীয় প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কর্মদক্ষতার মূল্যায়ন করা হয় এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের মাঝে উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি) উদ্বোধনের মাধ্যমে গ্রুপের উৎপাদন সক্ষমতা ও সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তিন দিনব্যাপী (১৩–১৫ জানুয়ারি) এই কর্মসূচিতে সারা দেশ থেকে চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, আর.আর.পি গ্রুপে কাজ করতে পেরে তারা গর্বিত এবং গ্রুপটির উত্তরোত্তর উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়ন ও সাফল্য কামনা করে এজিএম-২০২৬-এর কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
=================