ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ (FIAB) এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ ডেস্ক: গতকাল ২০ জানুয়ারি, ২০২৬ মঙ্গলবার রূপায়ণ শপিং স্কয়ার, বসুন্ধরা আ/এ, ঢাকায় FIAB এর অফিস কক্ষে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে FIAB এর বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব শামসুল আরেফিন খালেদ নবনির্বাচিত কমিটির সভাপতি প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মসিউর রহমান এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি জনাব মসিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আহসানুজ্জামান, সহ-সভাপতি জনাব মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক জনাব মো আনোয়ারুল হক, যুগ্ম সচিব ড. দেবাংশু বিকাশ ভৌমিক, কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম, লোকসম্পর্ক ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান, অফিস সম্পাদক জনাব মোঃ মাসুম মিয়া, নির্বাহী সদস্য জনাব শামসুল আরেফিন খালেদ, নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য জনাব এহতেশাম বি. শাহজাহান, নির্বাহী সদস্য জনাব মোঃ রাকিবুর রহমান, নির্বাহী সদস্য কাজী জাহিন শাহপার হাসান, নির্বাহী সদস্য মি: সুচাৎ শান্তিপদ, নির্বাহী সদস্য জনাব শাহ ফাহাদ হাবিব, নির্বাহী সদস্য জনাব মোশাররফ হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য জনাব মাহাবুবুর রহমান, নির্বাহী সদস্য হি. কুয়ানসুই, নির্বাহী সদস্য জনাব খাইরুল বাশার সাগর উপস্থিত ছিলেন।

উপস্থিত সকল সদস্যবৃন্দ নতুন কমিটিকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণকালে বিদায়ী কমিটির পক্ষ থেকে নতুন কমিটিকে একটি সুন্দর এবং প্রতিনিধিত্বশীল কমিটি হিসেবে অভিহিত করে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ফিড ইন্ডাস্ট্রিতে চলমান সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান ও অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

FIAB এর নবনির্বাচিত সভাপতি জনাব মসিউর রহমান বলেন, কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডাস্ট্রির সকলের স্বার্থ রক্ষায় এসোসিয়েশন একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রেখে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নের জন্য কাজ করে যাবে এই কমিটি।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ (FIAB) এর দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) মেয়াদী নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো।