ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিতে বিএফএফইএ’র উদ্বেগ ও প্রতিবাদ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সকল অনুমোদন স্থগিতের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএফইএ)। সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কোনো ধরনের অংশীজন পরামর্শ ছাড়াই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে, যা হিমায়িত চিংড়ি ও মৎস্য রপ্তানি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত বিএফএফইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ১৫ জানুয়ারি, ২০২৬ তারিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের হিমায়িত চিংড়ি ও মৎস্য রপ্তানিনির্ভর শিল্পের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

বিএফএফইএ’র মতে, কাঁচামালের তীব্র সংকটে বর্তমানে এ খাতের শিল্প কারখানাগুলো মাত্র ১২ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পর ২০২৩ সালে বিশ্বব্যাপী জনপ্রিয় ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষের অনুমোদন দেওয়া হয়। বর্তমানে বিশ্ব বাজারের প্রায় ৮০ শতাংশ চাহিদা ভেনামি চিংড়ি দ্বারা পূরণ হলেও প্রায় ৭২ বিলিয়ন ডলারের এই বাজারে বাংলাদেশের অংশগ্রহণ প্রায় নেই, যা একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছিল।

সংগঠনটি আরও জানায়, হঠাৎ করে পোনা আমদানির অনুমোদন স্থগিত করায় ভেনামি চাষ কার্যক্রম কার্যত বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ইতোমধ্যে অনুমোদনপ্রাপ্ত পোনার ওপর নির্ভর করে যারা চাষ শুরু করেছেন বা প্রস্তুতি নিয়েছেন, তাদের শত শত কোটি টাকার বিনিয়োগ ও ব্যাংক ঋণ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পূর্বে প্রদত্ত অনুমোদন স্থগিত করা নীতিগত ধারাবাহিকতার পরিপন্থী এবং ন্যায়সংগত নয় বলেও মন্তব্য করেছে বিএফএফইএ।

বিএফএফইএ মনে করে, রোগঝুঁকি বা পরিবেশগত কোনো বিষয় থাকলে তা বিজ্ঞানভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কোনো বিকল্প ব্যবস্থা বা রোডম্যাপ ছাড়া অনুমোদন স্থগিত করা হলে পুরো শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে। তাই ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিতের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।