নেত্রকোনায় ডিএলএস, ডিএসকে, পোল্ট্রি এসোসিয়েশন ও সংশ্লিষ্ট এক্টরদের ত্রৈমাসিক সমন্বয় সভা

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-RMTP-Poultry এর পক্ষ হতে ৭মে ২০২৪ ডিএলএস, পোল্ট্রিএসোসিয়েশন ও সংশ্লিষ্ট এক্টরদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওহায়েদুল আলম, জেলা ট্রেনিং অফিসার ডা: মো: শহীদুল্লাহ্, ভেটেরিনারি অফিসার ডা: মো: আবুল বাশার এর উপস্থিতিতে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএসকে -RMTP পোল্ট্রি'র প্রকল্প ব্যবস্থাপক ডা: ঐশ্বর্য মজুমদার, বিজনেস ডেভলপমেন্ট অফিসার ফাহিম আলনূর ও রিপন পাল সহ প্রকল্পের কয়েকজন উপকারভোগী উপস্থিত ছিলেন।

সভায় খামারীগণ তাদের বর্তমান পরিস্থিতিতে পেকিন হাঁস পালন এর পর বিক্রয় এর বিষয়ে যেসব বাঁধার সম্মুখীন হচ্ছেস সেটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে অবহিত করলে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা ও উনার সহযোগিতার কথা জানান। এছাড়াও একদিন বয়সী হাঁসের বাচ্চা ক্রয় এ কি কি দেখে ক্রয় করা উচিত সেসব বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং উপকারভোগীদের উৎপাদিত জৈব সার এর মার্কেট লিংকেজ নিয়ে আশ্বস্ত করেন।

এছাড়াও নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্প থেকে উন্নয়নশীন কাজগুলোর প্রশংসা করেন বিশেষ করে আবদ্ধ অবস্থায় হাঁস পালন যে বর্তমান প্রেক্ষাপটে কতটা জরুরি সেটিও তুলে ধরেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খুব শীঘ্রই প্রকল্প টীমের সাথে প্রকল্প এলাকা ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন।