বরিশালের বাবুগঞ্জে সুষম সার ব্যবহারের মাধ্যমে উৎপাদিত বোরো ধানের মাঠদিবস

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল) বরিশালের বাবুগঞ্জে সুষম সার ব্যবহারের মাধ্যমে উৎপাদিত বোরোধানের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার পাংশায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআরডিআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রহমান। সভাপতিত্ব করেন এসআরডিআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত সরকার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, কৃষক আজিজুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ব্রি ধান ৭৪’র নমুনাশস্য কর্তন করা হয়। এতে হেক্টর প্রতি ফলন হয়েছে ৬.৮৭৫ টন। মাঠ দিবসে ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন ।