কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব-এর ব্রি পরিদর্শন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সস্প্রসারণ অনুবিভাগ) ড. মলয় চৌধুরী শনিবার (২৫ মে ২০২৪) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সদর দপ্তর পরিদর্শন করেন। এ উপলক্ষে ব্রি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

এর আগে সকালে ড. মলয় চৌধুরী ব্রি সদর দপ্তরে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ড. মো: শাহজাহান কবীর। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রির মহাপরিচালক ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে ইনস্টিটিউটের অর্জন ও সাফল্য, চলমান গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

পরে অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী ব্রির কেন্দ্রীয় গবেষণাগার, রাইস মিউজিয়াম, ব্রি জিন ব্যাংক, ফার্ম মেশিনারি শেড পরিদর্শন করেন।

সভায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানমসহ ব্রির সকল বিভাগ ও শাখা প্রধান এবং জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।