শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আযোজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,সফল মৎস্যচাষী ছানাউল হক ছানা, মোমিনুল হক মুক্তা প্রমূখ। এ সময় মৎস্য চাষী, বিভিন্ন ফিড কোম্পানি প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।