বন্যায় ক্ষতিগ্রস্ত ০৫ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও উপকরণ বিতরণ করেছে এ্যাব কুমিল্লা চ্যাপ্টার

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকমঃ এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বুড়িচংয়ের পাঁচোরা বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাব কুমিল্লা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মো. রফিকুল আলম। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ০৫ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর খন্দকার বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এ্যাব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা ছিলেন- বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

প্রধান অতিথি ডা. জাহিদ বলেন- বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল। তাই জনগণের যেকোনো ক্রান্তিকালে সবারর আগে আমাদের নেতাকর্মীরা ছুটে আসেন। আমরা চাই জনগণের ভালোবাসা নিয়ে দেশ গঠন করতে। তাই ক্ষমতায় না থাকলেও আমাদের পালাতে হয় না। আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। তাই আপনাদের প্রতি বিএনপির সে আস্থা রয়েছে।

তিনি আরও বলেন কৃষিবান্ধব অর্থনীতি প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা মানুষ আজীবন মনে রাখবে। বিশেষ করে তিনি খাল খনন করে যে বৈপ্লবিক ধারা তৈরি করে গিয়েছিলেন, তার সুফল অনন্তকাল চলবে। যেকোনো সংকটে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, এ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ মো. লিয়াকত আলী, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান, এ্যাব কুমিল্লা চ্যাপ্টারের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ ড. মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি কৃষিবিদ আতাউর রহমান টিপু, দফতর সম্পাদক আলী নূর মাসুদ পিন্টু, কৃষি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলার আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।