গো খাদ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: খামারিদের জন্য গো খাদ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা চায় বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন।দেশের ফিডমিলগুলো শুল্কমুক্তভাবে গো খাদ্য উপাদান আমদানির সুযোগ পেলেও বাণিজ্যিক আমদানিকারকরা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করতে পারে না। এটি পরোক্ষভাবে দুধ ও মাংসের মূল্য বাড়ার অন্যতম কারণ।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায়, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন এর ২০২৪-২০২৭ ইং মেয়াদে নবনির্বাচিত কমিটির ১ম কার্যকরী কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্টার কাবাব, ধানমন্ডি-এর কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

ডেইরি ও ফ্যাটেনিং খামারীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, এস এম আসিফুল ইসলাম সহ কার্যর্করী কমিটির অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন-এর সিনিয়র সভাপতি ডা. মো: কামরুজ্জামান (খোকন) বলেন, ডেইরি ও ফ্যাটেনিং খামারের বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনা জরুরি। এসময় তিনি এলডিডিপি প্রজেক্টর কথা উল্লেখ করে বলেন, প্রকল্পের সুবিধাগুলি প্রান্তিক পর্যায়ের খামারীদের কাছে সঠিক সময়ে পৌঁছাতে হবে। খামারিরা যাতে সিমেন কিনে প্রতারিত না হন সেজন্য অতি দ্রুত খামারীদের জন্য উন্নত জাতের প্রুভেন সিমেন আমদানী করার কথা বলেন তিনি।

খামারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে দুধ ও মাংসের যোগান দিতে এসব চ্যালেঞ্জ ও সমস্যাগুলির সমাধানে সরকার ও সংশ্লিস্ট মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর, খামরীদের সংগঠন সকলকে এক যোগে কাজ করতে হবে বলে মনে করেন উপস্থিত সংগঠনের সদস্যরা ।