বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে দীর্ঘমেয়াদী চর উন্নয়ন পরিকল্পনা হস্তান্তর

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে দীর্ঘমেয়াদী চর উন্নয়ন পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আরডিএ অডিটোরিয়াম "ভবিষ্যতের জন্য অভিযোজন: চর অঞ্চলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা" হস্তান্তর ও দুই দিনব্যাপী শীর্ষক সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

চর অঞ্চলের উন্নয়নে কাজ করা প্রকল্প মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্যা চরস (M4C) আরডিএ এর চর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ সেন্টারের (সিডিআরসি) কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ, কে, এম অলি উল্যা।বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. সৈয়দা জিনিয়া রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরডিএ-এর অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন।

আরডিএ বগুড়া'র যুগ্ম-পরিচালক ও এমফোরসি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মজিদ প্রামানিক সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন চর উদ্যোক্তা, বেসরকারি খাতের প্রতিনিধিরা,গবেষক, নীতিনির্ধারক এবং আরডিএ ও সুইজারল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে চর অঞ্চলের স্থিতিশীলতার জন্য প্রাণিসম্পদ ইনপুট ও বাজার প্রবণতা, চর অর্থনৈতিক পথ: অংশীদারিত্ব ও অন্তর্দৃষ্টির মাধ্যমে অ্যাক্সেস তৈরি,(এম-ফোর-সি)-এর সিডিআরসিতে সংযুক্তি ও দীর্ঘমেয়াদী চর উন্নয়ন পরিকল্পনার হস্তান্তর বিষয়টি প্রাধান্য পায়। এতে (এম-ফোর-সি)-এর বিভিন্ন উদ্যোগ ও সাফল্য প্রদর্শিত হয়।