বাকৃবি প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ-এর উদ্যোগে হাইব্রিড ভুট্টার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বিএল হাই স্কুল মাঠে ৪০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। কৃষকদের প্রত্যেকের মাঝে ৩ কেজি উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টার বীজ, ৯০ কেজি সার (ইউরিয়া, পটাশ, ডিএপি এবং জিপসাম) বিতরণ করা হয়।
এ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন অব জার্মানি এবং ৯৭-৯৮ ব্যাচ এসোসিয়েশন।
অনুষ্ঠানে বাকৃবি কৃষি অনুষদের ছাত্র ইফরান ইউসুফ শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাটের সিনিয়র অফিসার মোস্তাফিজার রহমান, বিদ্যানন্দ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হাসনাত কানন, বাকৃবি কৃষি অনুষদের শিক্ষার্থী আহমাদ আজাদ ও খালিদ হাসান, সায়ঞ্জেন্টার সেলস প্রোমোশন অফিসার সাজেদুর রহমান (রাজারহাট, কুড়িগ্রাম) এবং এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুন্না।
কৃষক নির্বাচন ও বিতরণ কার্যক্রমে সহায়তা করে স্থানীয় ছাত্র সংগঠন বিদ্যানন্দ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। আয়োজকরা জানান, এই কার্যক্রমের উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং পুনরায় চাষাবাদে তাদের উৎসাহিত করা।