রংপুরে শীতকালীন খামার ব্যবস্থাপনা শীর্ষক কারিগরী কর্মশালার আয়োজন করলো এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: রংপুরে পোল্ট্রি, ক্যাটেল ও মৎস্য খামারীদের নিয়ে শীতকালীন ব্যবস্থাপনা শীর্ষক কারিগরী কর্মশালার আয়োজন করলো এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানে পোল্ট্রি,ক্যাটেল ও মৎস্য চাষ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন টেকনিক্যাল হেড এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মোঃ আশরাফুল আলম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিস ফিড টেকনিক্যাল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর রংপুর ডিপোতে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের পোল্ট্রি,মৎস্য ও ক্যাটেল খামারিবৃন্দ। কর্মশালায় আলোচনার মাধ্যমে অত্র অঞ্চলের খামারিরাশীতকালীন খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং উপকৃত হন।

অনুষ্ঠানে আরও আলোচনা হয় শীতকালে গাভীর যত্ন ও ফিডিং ম্যানেজমেন্ট এবং শীতকালে মৎস্য চাষ ব্যবস্থাপনা। কর্মশালায় আগত খামারীরা বলেন এ ধরনের কর্মশালা তাদের খামারকে কারিগরী দিক দিয়ে অনেক সমৃদ্ধ করবে। এ ধরনের কারিগরী আয়োজনের জন্য তারা এজি এগ্রো কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।