প্রান্তিক খামারিদের মাঝে উন্নত প্রযুক্তি ও সেবা পৌঁছে দিচ্ছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্র্রিলাইফ২৪ ডটকম: প্রান্তিক খামারিদের মাঝে উন্নত প্রযুক্তি ও সেবা পৌঁছে দিচ্ছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষে বুধবার (২২ জানুয়ারী) এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আয়োজনে টাঙ্গাইলের কালিহাতিতে "শীতকালীন মুরগি ও মৎস্য পালন ব্যবস্থাপনা" নিয়ে এক কারিগরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এলাকার প্রায় ৪০ জন খামারী অংশ নেন।

অনুষ্ঠানে খামারিরা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শীতকালীন মুরগি পালন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন ডা.মোহাম্মদ শাহাদাত হোসেন হেড অফ টেকনিক্যাল, কৃষিবিদ মোঃ হামিদুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার। মাছ চাষ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন মোহাম্মদ আশরাফুল আলম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিস ফিড টেকনিক্যাল, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রুবেল হোসেন আর এস এম, টাঙ্গাইল রিজিওন, মোঃ আসিফ তানভীর , সেলস অফিসার টাঙ্গাইল -২।

উপস্থিত খামারীরা এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আয়োজনে এ ধরনের উদ্যোগকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে অভিহিত করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক খামারিদের মাঝে উন্নত প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে সহায়ক হবে।

প্রশিক্ষণ শেষে খামারিদের মাঝে কোম্পানির বাজারজাতকৃত পণ্য সমূহের ক্যাটালগ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।