খামারকে টেকসই ও লাভজনক করতে জলবায়ুর পরিবর্তনকে গুরুত্ব দেয়া প্রয়োজন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনকে গুরুত্ব দিয়ে খামার পরিচালনা করা প্রয়োজন। কখনও বা বেশি শীত আবার হঠাৎ কমে যাওয়া আবার বিভিন্ন এলাকায় শীদের প্রকোপ কম/বেশী এখন খামার পরিচালনায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ লক্ষে প্রান্তিক পর্যায়ের খামারীদের দক্ষ ও প্রশিক্ষিত করতে নিয়মিত কর্মশালার আয়োজন করে যাচ্ছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) কিশোরগঞ্জ জেলার ভৈরবে "শীতকালীন খামার ব্যবস্থাপনা" বিষয়ক এক কর্মশালার আয়োজন করে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কর্মশালায় শীতকালে খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বিশেষজ্ঞ বক্তারা শীতকালে প্রাণীর রোগ প্রতিরোধ ব্যবস্থা, সুষম খাদ্য সরবরাহ ও পুষ্টি মান বজায় রাখা, খামারের পরিবেশগত নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি সহ আরো সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, শীতের সময় পোলট্রি এবং গবাদি পশুর খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রাণীর উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়ক।

কারিগরি বক্তব্য রাখেন ডা: মোঃ শাহদাত হোসেন, হেড অফ টেকনিক্যাল, মোঃ মনোয়ার হোসেন টেকনিক্যাল ম্যানেজার,এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান, জোনাল ম্যানেজার জোন-০২,মোহাম্মদ আশরাফুল হক,আর এস এম কিশোরগঞ্জ রিজিওন, মোহাম্মদ জিয়াউর রহমান, সিনিয়র সেলস অফিসার, কিশোরগঞ্জ- ১।

কর্মশালায় ৫০ জন খামারি অংশগ্রহন করেন। অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং শীতকালীন চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।