খামার থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ চেইন স্বচ্ছ করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিবেদকঃ ডিম ও মুরগির বাজার ব্যবস্থাপনা উন্নত করতে আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহন করে থাকি।বাজারের স্থিতিশীলতা বজায় রাখা, খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে ডিম ও মুরগি সরবরাহ করার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষে এগ্রিলাইফকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ফ্রেশ ফিডের জেনারেল ম্যানেজার (অপারেশন) কৃষিবিদ মোহম্মদ হুমায়ুন কবীর বলেন, পোল্ট্রি শিল্পে আধুনিকতার জন্য যেসব প্রযুক্তি এবং পণ্যগুলো প্রয়োজন, তা একই ছাদের নিচে পাওয়া যাবে, এই পোল্ট্রি শো তে।

তিনি খামার থেকে বাজার পর্যন্ত সরবরাহ চেইন স্বচ্ছ ও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার করার উপর জোর দেন। এছাড়া মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমিয়ে সরাসরি খামারি থেকে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থার উল্লেখ করেন তিনি।

কৃষিবিদ হুমায়ুন কবীর ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করেন। মেলায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মেলায় তাদের প্যোভিলিয়নের অবস্থান হল নং# বি, স্টল নং#৬১,৬২ এবং ৬৩। মেলায় ফ্রেশ ফিড ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন হুমায়ুন কবীর ।