প্রান্তিক পর্যায়ের খামারিদের রক্ষায় প্রয়োজন কার্যকর একটি সম্মিলিত উদ্যোগ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে Animal Husbandry পড়াশোনার সুবাদে অনেক কিছু সম্পর্কেই তিনি অবগত ছিলেন। পড়াশোনা শেষ করে যখন তিনি এই পোল্ট্রি ইন্ডাস্ট্রির অ্যানিমেল হেলথ সেক্টরে কর্মজীবন শুরু করেন সেই সুবাদে দেখেছেন সেই সময়কার চিত্র। সময়টা ছিল নব্বইয়ের দশকের শেষের দিকে। এরপর অনেক কিছুর পরিবর্তন হয়েছে। বলছিলেন বায়োকেয়ার এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ জনাব সাখাওয়াত হোসেন।

আসছে ১৩ তম বিশ্ব পোল্ট্রি মেলা সে সম্পর্কে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন , প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিরা বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছে। অনেকেই এ পেশা ছেড়ে চলে ভিন্ন পেশায় সংযুক্ত হয়েছেন। এর ফলে দিন দিন গ্রামীণ পর্যায়ের পোল্ট্রি সংশ্লিষ্ট অর্থনীতির চাকা গুলো ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে।

তিনি মনে করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সকলের আন্তরিক সহযোগিতায় আমরা যারা পোল্ট্রি সেক্টরে নিয়োজিত সকলের একটি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের খামারিদেরকে বাঁচাতে হবে।

আসন্ন পোল্ট্রি মেলায় তাঁদের কোম্পানিও হাজির হবে ইনোভেটিভ ও নিরাপদ উপায়ে পোল্ট্রি পালন করতে গেলে কি কি প্রয়োজন সে সকল প্রযুক্তি নিয়ে; মেলায় তাদের অবস্থান Hall # B, Booth # 293-295 & 203-205। জনাব সাখাওয়াত মনে করেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে এই পোল্ট্রি একটি গুরুত্বপূর্ণ এবং এ শিল্পের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, “Sustainable Poultry for Emerging Bangladesh” এ শ্লোগানকে সামনে রেখে চলতি মাসের ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো পূর্বাচলে অবস্থিত "আন্তর্জাতিক বাণিজ্য মেলা" প্রাঙ্গনে বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে। এর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কারিগরি সেমিনার।