রাজধানী প্রতিবেদক: ক্লাইমেট স্মার্ট পোল্ট্রি ফার্ম গড়ে তোলার মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এটি দীর্ঘমেয়াদে লাভজনক এবং পরিবেশবান্ধব উৎপাদনের একটি আদর্শ মডেল। এবারের মেলার Sustainable Poultry for Emerging Bangladesh” এ শ্লোগান ঠিক সেই প্রযুক্তিগুলিকেই প্রাধ্যান্য দিচ্ছে বলে মনে করেন চিকস্ এন্ড ফিডস্ লি:-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এখলাসুল হক।
দেশে পোল্ট্রি শিল্পে এখন বড় বিনিয়োগ হচ্ছে। উদ্যোক্তারা চাইলেই তাঁদের প্রতিটি খামারে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে পারেন। যার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন থেকে শুরু করে জ্বালানি এবং জৈব সার উৎপাদন করে, পোল্ট্রি খামারের পরিবেশ যেমন ঠিক রাখতে পারেন, তেমনই উৎপাদন ব্যয় কমিয়ে রাখতে পারবেন।
আসন্ন ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় এই ধরনের কিছু প্রযুক্তি উপস্থাপন করতে যাচ্ছে চিকস্ এন্ড ফিডস্ লি:। চায়নার বিখ্যাত (MJ Eco} এমজে ইকো'র বর্জ্য ব্যবস্থাপনা, কম্পষ্টার এবং পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিগুলো উপস্থাপন করবেন। তিনি আশা করেন বাংলাদেশের বড় বড় শিল্প উদ্যোক্তরা এই প্রযুক্তিগুলি ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব টেকসই পোল্ট্রি উৎপাদনে দেশ ও জাতিকে সহায়তা করবে।
এ ধরনের প্রযুক্তির বিস্তারিত জানতে চিকস্ এন্ড ফিডস্ লি:-এর প্যাভিলিয়ন (হল নং-A ,স্টল নং ২৫৭ থেকে ২৬৮) মোট ১২টি স্টল নিয়ে প্লাটিনাম স্পন্সর হিসেবেএবারের সুদৃশ্য প্যাভিলিয়ন সাজিয়েছে চিকস্ এন্ড ফিডস্ লি:। তাদের প্রযুক্তি পণ্য ও সেবার বিস্তারিত জানতে চিকস্ এন্ড ফিডস্ লি:-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এখলাসুল হক মেলা পরিদর্শনের আমন্ত্রন জানিয়েছেন।