ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক বিকাশে ডিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক বিকাশে ডিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। এর পুষ্টিগুণ তাদের শক্তি, পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। সঠিক পরিমাণে ডিম খাওয়ার মাধ্যমে ক্রীড়াবিদরা তাদের পারফরম্যান্স ও সুস্বাস্থ্য বজায় রাখতে পারেন।

১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার শুভকামনা জানিয়ে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারির ডিরেক্টর (ফিন্যান্স এন্ড ইমপোর্ট) এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক জয়েন্ট সেক্রেটারি বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব রফিকুল ইসলাম বাবু এমনটাই জানালেন।

তিনি বলেন, দক্ষ ও সফল ক্রীড়াবিদ হতে হলে শারীরিকভাবে সুস্থ ও শক্তিশালী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ডিম একটি আদর্শ খাবার হতে পারে, কারণ এতে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং স্বাস্থ্যকর চর্বি রয়েছে, যা পেশির গঠন, শক্তি বৃদ্ধি এবং দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।

একজন ক্রীড়া সংগঠক হিসেবে তিনি মনে করেন দক্ষ ও সফল ক্রীড়াবিদ হলে তাকে অবশ্যই সুস্বাস্থের অধিকারী হতে হবে। এক্ষেত্রে ডিম একটি আদর্শ খাবার যা তাকে সফলতা এনে দিতে সহায়তা করবে।