এগ্রিলাইফ২৪ ডটকম: এসিআই এনিমেল জেনেটিক্স প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য আরও উন্নত প্রযুক্তি ও সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) নোয়াখালী সদরের হোটেল নাইস-এ অনুষ্ঠিত হয়, যেখানে ১২৭ জন খামারি অংশগ্রহণ করেন।
কর্মশালায় এসিআই এনিমেল জেনেটিক্স-এর বিশেষজ্ঞরা খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি, উন্নত গবাদিপশুর জেনেটিক্স, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সমাধান এবং সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নোয়াখালী, বিশেষ অতিথি: ডাঃ আমিনুল ইসলাম উপপরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর নোয়াখালী, ডাঃ তাসলীমা ফেরদৌসী (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নোয়াখালী সদর, ডা.গৌতম চন্দ্র দাস,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা, মাইজদি।
বিশেষজ্ঞ হিসেব বক্তব্য প্রদান করেন ডাঃ অরবিন্দ কুমার সাহা (চিফ এ্যাডভাইজার, এ.সি.আই এ্যানিমেল জেনেটিক্স), ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক (চিফ এ্যাডভাইজার, এ.সি.আই এ্যানিমেল হেলথ্)। সভাপতিত্ব করেন জনাব মোঃ মোজাফ্ফর উদ্দিন আহমেদ (বিজনেস ডাইরেক্টর, এসিআই এ্যানিমেল জেনেটিক্স)
অনুষ্ঠানের সভাপতি এসিআই সাইলেজ নিয়ে সুখবর দেন! এসিআই সাইলেজ সহজলভ্য এবং পুষ্টিকর রূপে অচিরেই হাজির হবে বলে জানান তিনি। এটি প্রাণীর স্বাস্থ্যের জন্য অতুলনীয়, কারণ এতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা গবাদিপশুর দুধ উৎপাদন বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। গবাদিপ্রাণি পালনের খরচ কমিয়ে এনে কৃষকদের আয়ের পথ আরও সুগম করবে বলে জানান তিনি।
কর্মশালায় এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ মো: তুখলিফুল মিয়াদ মঈন-এর পরিচালনায় একটি টেকনিক্যাল ট্রেনিং সেশন পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ অপরিহার্য। আমরা খামারিদের উন্নতমানের জেনেটিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তাদের আয় বৃদ্ধিতে অবদান রাখতে চাই।"
এই ধরনের উদ্যোগ প্রান্তিক পর্যায়ের খামারিদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। ভিএসও ডা. নাসরিন সুলতানা, ভিএসও ডা.রাজু আহমেদ,এরিয়া সেলস এক্সিকিউটিভ মো:মামুন,মার্কেটিং অফিসার মো:বুলবুল মিয়া সহ আরো অনেকে কর্মশালায় উপস্থিত ছিলেন।