ফিড উৎপাদকদের ন্যাচারাল ফিড অ্যাডিটিভস্ ব্যবহারে গুরুত্ব দিতে হবে

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফিড উৎপাদকদের ন্যাচারাল ফিড অ্যাডিটিভস্ ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রাকৃতিক উপাদানসমূহ পোল্ট্রির স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং পরিবেশগত প্রভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সাহার্য করবে।

আন্তর্জাতিক পোল্ট্রি মেলা উপলক্ষে আয়োজকদের প্রতি শুভকামনা জানিয়ে NEONS LTD.-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদুল হাসান বলেন, পোল্ট্রি শিল্পে ন্যাচারাল ফিড অ্যাডিটিভস্ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যকর, নিরাপদ এবং টেকসই উৎপাদন নিশ্চিত করা সম্ভব। ফিড উৎপাদকদের এই বিষয়ে আরও গবেষণা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জন করা প্রয়োজন, যাতে প্রাকৃতিক উপাদানের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়।

ডা. হাসান আশা করেন আসন্ন পোল্ট্রি মেলায় আগত দেশী-বিদেশী পোল্ট্রি বিজ্ঞানী ও গবেষকরা এসব বিষয় নিয়ে বেশি বেশি তথ্য দিয়ে উদ্যোক্তাদের সহায়তা করবেন। চলতি মেলায় তারা অংশগ্রহন করছেন মেলায় তাদের অবস্থান হল# বি, স্টল# ২২৩ ও ২২৬।

উল্লেখ্য, NEONS LTD. ২০১০ সালে থেকে তাদের তার কার্যক্রম শুরু করে। শুরু থেকেই কোম্পানিটি বিশ্বের খ্যাতনামা উৎস থেকে প্রাকৃতিক এবং নিরাপদ ফিড অ্যাডিটিভস আমদানির মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম মানের পণ্য ও সেবা সরবরাহ করে যাচ্ছে।