ভেড়ামারার শাহীন পোল্ট্রি এন্ড হ্যাচারি: স্থানীয় পোল্ট্রি শিল্পে সফলতার দৃষ্টান্ত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: প্রান্তিক পর্যায়ে বহুবিধ বাঁধা পেরিয়ে পোল্ট্রি শিল্পে একবারে ক্ষুদ্র থেকে একজন সফল উদ্যোক্তা হয়েছেন এমনি একজন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার ছেলে মোঃ শাহিনুর রহমান। "শাহীন পোল্ট্রি এন্ড হ্যাচারি" স্থানীয় পোল্ট্রি শিল্পে একটি সুপরিচিত নাম। মানসম্পন্ন পণ্য ও সেবার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের ফলে এটি খামারিদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

শাহীন পোল্ট্রি এন্ড হ্যাচারির সাফল্যের পেছনে রয়েছে এর প্রতিষ্ঠাতা মোঃ শাহিনুর রহমানের কঠোর পরিশ্রম ও দক্ষ নেতৃত্ব। তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা। প্রতিষ্ঠানটি শুধু পোল্ট্রি বাচ্চা উৎপাদনেই সীমাবদ্ধ নয়, খামারিদের জন্য উন্নত মানের খাদ্য ও সরঞ্জাম সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে স্থানীয় পর্যায়ে খামারিদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।

উদ্যোক্তা মোঃ শাহিনুর রহমান বলেন, "আমি চাই আমাদের দেশের পোল্ট্রি শিল্প আরো সমৃদ্ধ হোক। স্থানীয় খামারিদের সহযোগিতা করা আমার মূল লক্ষ্য, যাতে তারা আধুনিক প্রযুক্তির সাহায্যে নিজেদের খামারকে লাভজনক করে তুলতে পারেন।"

শাহীন পোল্ট্রি এন্ড হ্যাচারির এই উদ্যোগ পোল্ট্রি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এ প্রতিষ্ঠান আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে প্রত্যাশা করেন এলাকার সুধীজন।