এগ্রিলাইফ২৪ ডটকম: পাবনার আটঘরিয়ায় আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লেয়ার মুরগি পালন বিষয়ক এক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মোট ৭০ জন উপস্থিত ছিলেন, যেখানে খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কারিগরি বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন ডা. মোঃ শাহাদাত হোসেন, হেড অফ টেকনিক্যাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, জিএম (সেলস এন্ড মার্কেটিং), মোঃ মনিরুজ্জামান, সিনিয়র জোনাল ম্যানেজার,শরিফ শাহ সজল, আর.এস.এম, পাবনা রিজিওন, মাহমুদুল হাসান, সেলস অফিসার, পাবনা-০১ এবং পাবনা অঞ্চলের বিভিন্ন লেয়ার খামারিরা।
কর্মশালায় লেয়ার মুরগির খাদ্য ব্যবস্থাপনা, ডিম উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং খামারের অর্থনৈতিক লাভবান হওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালাটি খামারিদের জন্য অত্যন্ত উপযোগী হয়েছে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মশালা আরও আয়োজনের আহ্বান জানান।