এগ্রিলাইফ প্রতিবেদক: প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের ম্যানেজমেন্ট ইন্টারভেনশনের মাধ্যমে ৫-১০% উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনা দেখিয়েছে ম্যাভেরিক ইনোভেশন। পোল্ট্রি গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সফলতা অর্জন করেছে। আগামী ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় তাদের গবেষণা ও উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন উদ্যোক্তা ও দর্শনার্থীরা।
ম্যাভেরিক ইনোভেশনের সিইও ড. কবির চৌধুরী মেলার সফলতা কামনা করে বলেন, "আমাদের প্রতিষ্ঠানটি প্রাণী উৎপাদনের জন্য টেকসই প্রযুক্তির উন্নয়ন এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আমরা প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের উৎপাদন খরচ কমাতে এবং নিরাপদ ডিম ও মুরগি উৎপাদনে সহায়তা করছি।"
২০২০ সালে প্রতিষ্ঠিত ম্যাভেরিক ইনোভেশন পোল্ট্রি গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ড. কবির চৌধুরী বলেন, "সঠিক সময়ে সঠিক গবেষণা ও প্রযুক্তির প্রয়োগ কৃষি ও পোল্ট্রি সেক্টরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবেন।"
১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় ম্যাভেরিক ইনোভেশন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তাদের স্টল নম্বর হল (Hall-B, Stall No. 4-6)। মেলায় তাদের পোল্ট্রি গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে বিস্তারিত জানতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ড. কবির চৌধুরী।