আসন্ন আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় প্রান্তিক খামারি ও পরিবেশকদের অংশগ্রহণের আহ্বান

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিবেদক: দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে আসন্ন আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় প্রান্তিক খামারি ও পরিবেশকদের অংশগ্রহণ অপরিহার্য। "এই মেলা প্রান্তিক খামারিদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এখানে তারা আধুনিক প্রযুক্তি ও পণ্যগুলো সরাসরি দেখতে পাবেন, যা তাদের খামার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে। পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গনে আয়োজিত এই মেলায় দেশ-বিদেশের সর্বাধুনিক প্রযুক্তি ও ইনোভেটিভ পণ্য প্রদর্শিত হবে, যা প্রান্তিক খামারি ও পরিবেশকদের জন্য একটি অনন্য সুযোগ।

ACI Animal Health-এর ন্যাশনাল সেলস ম্যানেজার ডা: মো: ফয়সাল ফেরদৌস মেলার সফলতা কামনা করেন এবং ACI Animal Health-এর স্টল (Hall-B, Stall No. 82-90) পরিদর্শনের জন্য সকলকে আমন্ত্রণ জানান।

মেলা কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন যেন প্রান্তিক খামারি ও পরিবেশকদের অংশগ্রহণে বিশেষ সুযোগ দেওয়া হয়, যাতে তারা এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পোল্ট্রি শিল্পের এই বৃহৎ আয়োজন দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করেন ডা: মো: ফয়সাল ফেরদৌস।