ইয়ন ফিডের উদ্যোগে ‘খামারিদের নিয়ে বাৎসরিক পিকনিক' অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে ৩০ এর অধিক মৎস্য চাষী ও গবাদি প্রাণীর খামারি নিয়ে তামান্না ট্রেডার্স এর সহযোগিতায় বাৎসরিক পিকনিকের আয়োজন করেছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, বগুড়ার মম ইন বিনোদন কেন্দ্রে তামান্না ট্রেডার্স এর সহযোগিতায় ইয়ন ফিডের আয়োজনে উক্ত বনভোজনের অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানের একপর্যায়ে খামারিদের স্বল্প খরচে গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়ন গ্রুপ প্রান্তিক পর্যায়ে কিভাবে কাজ করছে তার সাম্যক ধারণা দেন ডিভিশনাল ম্যানেজার কামাল আহমেদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইয়ন ফিডের টেরিটরি ম্যানেজার জুয়েল রানা, দিনাজপুর এরিয়ার অফিসার রকি হুসাইন এবং তামান্না ট্রেডার্সের স্বত্বাধিকারী তাইজুল ইসলাম সহ তার অন্যান্য ব্যবসায়িক সহযোগিরা।

আগত খামারিরা বিভিন্ন রাইড উপভোগ করার পাশাপাশি হাসি-আনন্দে দিনটি উপভোগ করেন। ব্যতিক্রমি এ আয়োজনে খামারিরা ইয়ন ফিডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং তামান্না ট্রেডার্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইয়ন গ্রুপের পণ্য ব্যবহারে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরো বড় পরিসরে করার অনুরোধ জানান, যাতে করে নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে এবং দেশের আমিষের চাহিদা পূরণে একযোগে সকলে মিলে কাজ করে যেতে পারেন।