এগ্রিলাইফ২৪ ডটকম: এসিআই এনিমেল জেনেটিক্সের উদ্যোগে “কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার দেওভোগে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল প্রাণিসম্পদ পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কৃত্রিম প্রজনন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে গবাদি পশু ব্যবস্থাপনা উন্নত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা *ডাঃ মোঃ এ. কে. এম. আনারুল হক সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, উপপরিচালক (কৃত্রিম প্রজনন), সিরাজগঞ্জ এবং ডাঃ মোঃ আমির হামজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রায়গঞ্জ।
প্রশিক্ষণ পরিচালনা করেন ডাঃ আখতারুজ্জামান শেখ, যিনি কৃত্রিম প্রজনন প্রক্রিয়া, ছাগলের কৃত্রিম প্রজনন পদ্ধতি, নীতিমালা এবং সঠিক রেকর্ড সংরক্ষণের ওপর বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসিআই এনিমেল জেনেটিক্সের মার্কেটিং ম্যানেজার ডাঃ মনিরুজ্জামান। এ সময়, স্থানীয় ডিলার মোঃ জেলহক হোসেন প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণ করেন।
বক্তারা কৃত্রিম প্রজননের গুরুত্ব, এর মাধ্যমে গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনা এবং ডিএলএস (Department of Livestock Services) আইডি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। সঠিক রেকর্ড সংরক্ষণ এবং সরকারি নীতিমালা অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিষয়বস্তুর উপযোগিতা এবং বাস্তবিক দিকনির্দেশনার জন্য প্রশংসা প্রকাশ করেন।
এসিআই এনিমেল জেনেটিক্স দেশের কৃষক ও প্রাণিসম্পদ পেশাজীবীদের উন্নয়নে সহায়ক এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে টেকসই এবং লাভজনক গবাদি পশু খামার নিশ্চিত করতে বদ্ধপরিকর।