ঢাকায় সফলভাবে শেষ হলো আন্তর্জাতিক মানের হুফ ট্রিমিং প্রশিক্ষণ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: গবাদিপশুর খুরের যত্ন, স্বাস্থ্য সমস্যা, সমাধান এবং উন্নত প্রজনন ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা দিয়ে ঢাকার কল্যাণপুরে আজ ১৫ এপ্রিল সফলভাবে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিকমানের হুফ ট্রিমিং প্রশিক্ষণ কর্মশালা। এই প্রশিক্ষণটির আয়োজন করে Bangladesh Dairy and Fattening Farmers Association (BDFFA) আর এতে পৃষ্ঠপোষকতা করে এসিআই এনিমেল জেনেটিক্স।

প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয় গবাদিপশুর খুর ছাঁটাই (হুফ ট্রিমিং) বিষয়ে। এতে অংশগ্রহণকারী খামারীরা বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ তাদের খামার পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষতা বৃদ্ধি করবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুফ ট্রিমিং ও প্রজনন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ Mr. Herman Midema যিনি PUM-Netherlands-এর প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণে অংশ নেন। তার অভিজ্ঞতা ও হাতে-কলমে শেখানোর দক্ষতায় প্রশিক্ষণটি আরও কার্যকর হয়ে ওঠে।

সমাপনী দিনে অংশগ্রহণকারী খামারীরা বলেন, “এই প্রশিক্ষণ দেশের ডেইরি শিল্পে খামারিদের দক্ষতা, স্বাস্থ্য সচেতনতা ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান ভুট্টু বলেন, ডেইরি শিল্পে উন্নত প্রযুক্তি ও সেবা নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে । এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত খামারিরা অংশগ্রহণ করেএই উদ্যোগকে জাতীয় পর্যায়ে গুরুত্ববহ করে তুলবে বলে মনে করেন তিনি।