জিরোভির-শক্তিশালী হারবাল এন্টিমাইক্রোবিয়াল

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

ডাঃ খাদিজা বেগম দেওয়ান: আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অতি সম্প্রতি জিরোভির নামক একটি শক্তিশালী হারবাল এন্টিভাইরাল, এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল কার্যকারীতা সম্পন্ন প্রোডাক্ট বাজারজাত করছে। জিরোভির-সব ধরনের মাইক্রোবিয়াল ভিরুলেন্স এর বিরুদ্ধে সর্বোত্তম ও নিরাপদ সমাধান।

সর্বাধিক প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এ প্রোডাক্টের অনন্য বিশেষত্ব হল এতে আছে- ১-মনোলোরিন ৫%, সেন্ট জোনস ওর্ট ১০%, এন্ড্রোগ্রাফিস পেনিকুলাটা ১০%, হলুদ, রসুন, আমলকি ও নিমের নির্যাস যা প্রাণি দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে রোগ প্রতিরোধ ও প্রতিকারে পুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জিরোভির পোল্ট্রিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, রাণীক্ষেত, গামবোরো, ইনফেকশাস ব্রংকাইটিস, ইনফেকশাস করাইজা, এগ ড্রপ সিনড্রোম, ডাক প্লেগ, পক্স ইত্যাদি প্রতিরোধ ও চিকিৎসায় এবং গবাদি প্রাণিতে লাম্পি স্কিন ডিজিজ, ক্ষুরা রোগ, এপিমেরাল ফিভার, ছাগলে পি.পি.আর. প্রতিরোধ ও চিকিৎসায় অত্যন্ত কার্যকরী।

জিরোভির এ থাকা ১-মনোলোরিন ও সেন্ট জোনস ওর্ট এর শক্তিশালী এন্টিমাইক্রোবিয়াল কার্যকারীতা আছে এবং এন্ড্রোগ্রাফিস পেনিকুলাটা যা জ্বর, ব্যথানাশক ও ইনফ্লামেশন কমায়। এছাড়া জিরোভির এ আছে হলুদ ও রসুনের নির্যাস যা প্রাকৃতিক এন্টিবায়োটিক হিসেবে সর্বাধিক পরিচিত এবং নিমপাতা আমলকি, রোজা উডসি ত্বকের ও অন্যান্য সফট টিস্যুর ক্ষত নিরাময়ে সাহায্য করবে।

জিরোভির এর অন্য একটি বৈশিষ্ট্য হল এটি পোল্ট্রিতে ও গবাদি প্রাণির জন্য একটি অনন্য লিভার টনিক যা লিভারকে সজীব ও সতেজ রাখবে ফলে লিভার এর কার্যক্ষমতা বাড়বে। ফলাফলস্বরূপ পোল্ট্রির দ্রুত এফ. সি. আর. উন্নত হবে এবং গবাদি প্রাণির মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধি পাবে। জিরোভির এ থাকা বিভিন্ন উপাদান প্রাণির খাওয়ার রুচি বাড়ায় এবং যেকোন ধরনের ধকল বা স্ট্রেস কমায়।

জিরোভির এর সরবরাহ হল ১০০ মি.লি. ও ৫০০ মি.লি. এইচ ডিপিই বোতল। জিরোভির এ পোল্ট্রি ও গবাদি প্রাণির যে ব্যবহার মাত্রা দেওয়া হয়েছে এতে খামারীরা সাশ্রয়ী মূল্যে একটি বেস্ট কোয়ালিটির এন্টিমাইক্রোবিয়াল প্রোডাক্ট পাবেন যা প্রাণির জন্য নিরাপদ ও রেজিস্টেন্সের ভীতি নাই।

লেখক: প্রোডাক্ট ম্যানেজার
আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
এনিম্যাল হেলথ ডিভিশন