“সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫”- মৎস্য খাতে প্রোডাক্ট ও ইনোভেশনের এক দুর্দান্ত শোকেসিং

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক:চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত “সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫” হতে যাচ্ছে দেশের মৎস্য খাতের জন্য এক মাইলফলক। আগামী ২৯ ও ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে মৎস্য খাতে প্রোডাক্ট ও ইনোভেশন শোকেসিং।

“সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫”-এ ৬১টি কোম্পানির ১৫৮ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। তারা উপস্থাপন করবেন মাছচাষ, ফিড প্রযুক্তি, পরিবেশ ব্যবস্থাপনা এবং জলজ স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত আধুনিক সরঞ্জাম ও পণ্যের সমাহার। বিশেষত বায়োফ্লক, আরএএস (রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম), স্মার্ট সেন্সর, জেনেটিকালি ইমপ্রুভড স্ট্রেইন এবং ডিজিটাল ফিড ম্যানেজমেন্ট সিস্টেমসহ একাধিক cutting-edge প্রযুক্তির শোকেসিং দেখা যাবে এবারের আয়োজনে।

উৎসব আয়োজকরা মনে করছেন, “সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫” শুধুই একটি প্রদর্শনী নয়, বরং দেশের মৎস্য খাতে একটি রূপান্তরের বার্তা। প্রথাগত মাছচাষ থেকে স্মার্ট অ্যাকুয়াকালচারে রূপান্তরের এই যাত্রায় ফেস্টিভ্যালটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।