বিশেষ প্রতিবেদক: সেরামানের ফিড উপহার দিয়ে দেশের খামারীদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেড। কোম্পানির লক্ষ্য হলো খামারীবান্ধব ফিড ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে প্রান্তিক খামারীদের টিকিয়ে রাখা। তাদের মতে, খামারীরা যদি বাঁচে, তবেই প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণ ও শিল্পের উন্নয়ন সম্ভব।
শনিবার (২৬ এপ্রিল) কক্সবাজারের বালুকাময় সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল লংবিচ-এ অনুষ্ঠিত আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেডের ("পুষ্টিরাজ ফিড") সেলস কনফারেন্স-২০২৫"-এসব কথা বলেন, কোম্পানির সিইও কৃষিবিদ হাবিবুর রহমান খান। দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের সেলস কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোম্পানির ডিরেক্টর মোঃ আরমান হোসেন ও বিশেষ অতিথি হিসেবে কোম্পানির এডভাইজার মোহাম্মদ মহি উদ্দিন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের কনসালট্যান্ট ডাঃ শাহাবুদ্দিন আহমেদ।
কৃষিবিদ হাবিবুর রহমান বলেন, "পুষ্টিরাজ ফিড"-এর সেলস টিম অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। চলতি বছর নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারা কোম্পানির লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, এই দল শতভাগ টার্গেট পূরণে সক্ষম হবে।"
তিনি আরো বলেন, "খামারি ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। আমরা শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরাপদ প্রাণিজ উৎপাদনে কাজ করছি। "পুষ্টিরাজ ফিড"-এর উন্নত ফর্মুলা খামারীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে।"