মো. এমদাদুল হক: আজ ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের জন্য 'খামারি' মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকার আয়োজনে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক বীজ প্রত্যয়নের কর্মকর্তা কৃষিবিদ মো: মোতালেব হোসেন, ঢাকা, বিএআরসি,এইআরএস বিভাগের সদস্য পরিচালক মো: মোশাররফ উদ্দিন মোল্লা, সভাপতিত্বে কর্মশালায়রাজশাহী, নওগাঁ, নাটোর চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি গবেষণা ইনষ্টিটিউট, কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কৃষক ও উদ্যোক্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
স্বাগত বক্তবা প্রদান করে ঢাকা বিএআরসি, গ্রুপ জোনিং প্রকল্প, সয়েল এক্সপার্ট, মো: হাব্বির হোসেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ কর্তৃক ধানের উপর 'খামারি' মোবাইল অ্যাপ সার সুপারিশ ব্যবহার করে সম্পন্নকৃত প্রদর্শনী ট্রায়ালের ফলাফল উপস্থাপন অতিরিক্ত উপপরিচালক (শস্য) শারমিন সুলতানা, 'খামারি' মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক উপস্থাপনা করে ঢাকা বিএআরসি ,ক্রপ জোনিং প্রকল্প, পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) এবং পিআই, হাসান মো: হামিদুর রহমান, গ্রুপ জোনিং সিস্টেমের উপর উপস্থাপনা করে ক্রপ জোনিং প্রকল্প প্রজেক্ট ম্যানেজার মো: আবিদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথি বলেন, আমরা সকলে জানি বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। এজন্য ভালোবেসে কৃষিকে ধারণ করতে হবে এবং প্রযুক্তিগত আমাদেরকে কৃষিতে এগিয়েএ যেতে হবে কৃষির সকল কাজগুলো যথা সময়ে বাস্তবায়ন করতে হবে।
কর্মশালায় অন্যান্য কর্মকর্তাগণ পওয়ার পয়েন্ট উপস্থাপনায় জানান, মাঠ পর্যায়ে কৃষকসহ অন্যান্য উপকারভোগিরা কৃষি সেবা ফসল উৎপাদন পরামর্শক হিসাবে 'খামারি' মোবাইল অ্যাপ প্রযুক্তি নির্ভর একটি স্মার্ট কৃষি অ্যাপ, ফলে কৃষক নিজ জমিতে দাড়িয়ে তাৎক্ষনিকভাবে সেই জমির জন্য উপযোগি ফসল, সার সুপারিশসহ অন্যান্য তথা সহজেই জানতে পারবে। খামারি অ্যাপ ব্যবহারের মাধ্যমে জমির উপযোগি ফসল আবাদ এবং সেই ফসলের জন্য সুপারিশকৃত সার প্রয়োগ করা হলে মাটির স্বাস্থ্য রক্ষাসহ অধিক ফলন প্রাপ্তি ও আর্থিক লাভ অর্জিত হবে। খামারি অ্যাপটি বাংলায় প্রস্তুত করায় এটি সহজেই বোধগম্য এবং এর ব্যবহার পদ্ধতি কৃষক বান্ধব। এটি ট্যাব এবং মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে এবং Android ও IOS অপারেটিং সিস্টেমে চলবে। অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং ম্যাক অ্যাপ গোর হলে সহজেই ডাউনলোড করা যাবে।
খামারি অ্যাপ ব্যবহারে সার সাশ্রয়ে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভূক্ত প্রতিষ্ঠানের ১২টি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ২২টি সহ ২০২৩ সালে মোট ৩৪টি উপজেলায় স্থাপিত আমন ধানের প্রদর্শনী ট্রায়ালে খামারি অ্যাপের সুপারিশ অনুযায়ী হেক্টর প্রতি বিভিন্ন ধরনের সার যেমন ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি এবং জিপসাম ব্যবহার কৃষকদের প্রচলিত পদ্ধতির তুলনায় সারের ব্যবহার কম হয়েছে। যেমন ইউরিয়া ব্যবহার ১২%, ডিএপি ৫৯%, টিএসপি ৭২%, এমওপি ১৪৭% এবং জিপসাম ২০% হ্রাস পেয়েছে।
প্রদর্শনী ট্রায়ালের ফলাফলে প্রতীয়মান হয় কৃষকের গতানুগতিক সার ব্যবহারের তুলনায় খামারি আ্যপ প্রদত্ত সার সুপারিশ বাবহারে উল্লেখযোগ্য হাতে সার খরচ সাশ্রয় ও ফলন বৃদ্ধি করা সম্ভব। ফলশ্রুতিতে সার আমদানি খরচ কমানো এবং বর্ষিত ফলনের মাধ্যমে অজিত আর্থিক লাভ দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব রাখবে। পরিমিত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি 'খামারি অ্যাপ কৃষি ব্যবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে যা ভবিষ্যতে টেকসই কৃষি অনুশীলনের লক্ষ্যে কৃষক ও নীতিনির্ধারকদের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠবে বলে আশা বাদি সবাই।
উন্মুক্ত আলোচনায় অনেক কর্মকর্তাগন অ্যাপের সাথে কৃষি বাজারদর সংযুক্ত করা যায়কিনা ভেবে দেখার অনুরোধ জানান ও সকল তথ্যগুলো নিয়মিত আপডেট করার বিশেষ অনুরোধ রাখে।