ঝালকাঠিতে ধানকাটা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে সমলয়ের বোরো ধান কাটা শুরু। এ উপলক্ষ্যে গতকাল সদর উপজেলার ছত্রকান্দায় প্রধান অতিথি হিসেবে শস্যকর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় তিনি বলেন, এখন বাণিজ্যিক কৃষির যুগ। লাভ বেশি, ঝুঁকি কম। আর এ জন্য যন্ত্রের ব্যবহার দরকার। এর মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় দ্রুত ফসল ঘরে তোলা যায়। শ্রমের সাশ্রয় হয়। শ্রমিকের সংকট হয় নিরসন। উৎপাদন খরচও হ্রাস পায়। তাই চাষাবাদে কম্বাইন হারভেস্টারসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। তাহলেই কৃষিতে দেশ হবে আরো সমৃদ্ধ। পরে তিনি কম্বাইন হারভেস্টারে উঠে ধান কাটা প্রত্যক্ষ করেন।

শস্যকর্তনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আব্দুল্লা আল মামুন এবং অতিরিক্ত উপপরিচালক মো. রিফাত সিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার খাদিজা, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ডিএইর কর্মকর্তা এবং কৃষক মিলে অর্ধশতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।