নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার তালতলীতে সূর্যমুখী হাইসান-৩৩’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩০ এপ্রিল উপজেলার কচুপাত্রায় উপজেলা কৃষি অফিস এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যৌথ উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সিএম রেজাউল করিম এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. ফরিদুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ।
মাঠ দিবসে বক্তারা সূর্যমুখী তেলের বহুমুখী ব্যবহার এবং এর আবাদ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডিএইর উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক মিলে ৭৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।