নিরাপদ খাদ্য আন্দোলনকে এগিয়ে নিতে চান ড. খালেদ হোসেন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসেন। এ দায়িত্ব গ্রহণকে তিনি একটি বড় আস্থার প্রতীক হিসেবে দেখছেন এবং বিএসএসএফ-এর সকল সাধারণ ও নির্বাহী সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্মেলনের সফল আয়োজন উপলক্ষে ড. খালেদ হোসেন বলেন, “আগামী দিনে সবার সহযোগিতায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আরও এগিয়ে যাবে এবং দেশের নিরাপদ খাদ্য আন্দোলনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ বৈশ্বিক সংকট। বাংলাদেশের মতো দেশে এর প্রভাব সরাসরি কৃষি ও খাদ্য শৃঙ্খলে পড়ছে। আমাদের লক্ষ্য, Innovation ও Collaboration-এর মাধ্যমে Climate-Smart কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং Policy Advocacy-কে শক্তিশালী করা।”

তার মতে, এই সম্মেলনে গৃহীত সুপারিশমালা যদি সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সাথে মিলে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ একটি Resilient ও Food-Secure Nation হিসেবে গড়ে উঠবে।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিএসএসএফ-এর ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদী ড. খালেদ হোসেন তার বক্তব্যে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।