সঠিক সময়ে সঠিক ফিডই মাছ চাষে সফলতার চাবিকাঠি

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: মাছ চাষে লাভবান হতে হলে শুধু পুকুর প্রস্তুত করাই যথেষ্ট নয়, খাদ্য ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। ফিডের সঠিক ব্যবহার ও পরিকল্পিত ব্যবস্থাপনা ছাড়া মাছ চাষে বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে। পুকুরের পরিবেশ, মাছের প্রজাতি এবং চাহিদা অনুযায়ী সুষম খাদ্য নির্বাচন ও প্রয়োগ করতে হবে।

আর বি এগ্রো লিমিটেড-এর এজিএম (ফিশ ফিড) সাইফি নাসির বলেন "ব্যবহারে চেরিশ ফিশ ফিড সাফল্য নিশ্চিত"। তিনি বলেন অনিয়ন্ত্রিত খাদ্য প্রয়োগে পানির গুণাগুণ নষ্ট হয়, রোগের প্রাদুর্ভাব বাড়ে এবং উৎপাদন খরচ বৃদ্ধি পায়। অথচ, সঠিক পরিমাণে ও সময়ে চেরিশ ফিশ ফিড ব্যবহার করলে মাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়, উৎপাদন বাড়ে এবং মুনাফা নিশ্চিত হয়।

মৎস্য খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে, মাছ চাষের আগে অবশ্যই পুকুরের ব্যবস্থাপনা ও খাদ্যের গুণগত মান বিশ্লেষণ করতে হবে। সচেতনতা ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করেই কেবল মাছ চাষে টেকসই সাফল্য পাওয়া সম্ভব।