গবাদি প্রাণির লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে "Lumpyvax"

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে গবাদি প্রাণির মধ্যে লাম্পি স্কিন ডিজিজ (Lumpy Skin Disease - LSD) ছড়িয়ে পড়ার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এই ভাইরাসজনিত রোগটি গরু ও মহিষের জন্য মারাত্মক অর্থনৈতিক ক্ষতি বয়ে আনে। এতে প্রাণীর ওজন কমে যায়, দুধ উৎপাদন হঠাৎ কমে যায়, ওলান প্রদাহ (ম্যাসটাইটিস) দেখা দেয়, প্রজনন ক্ষমতা হ্রাস পায় এমনকি গর্ভপাতের আশঙ্কাও দেখা দেয়। তাছাড়া, আক্রান্ত প্রাণীর চামড়া স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় এবং এসব প্রাণীর দুধ ও মাংস বাজারজাতকরণের অনুপযোগী হয়ে পড়ে।

এসব ক্ষতি থেকে বাঁচতে গবাদি প্রাণির জন্য অত্যন্ত কার্যকর একটি প্রতিষেধক হলো Lumpyvax (লাম্পিভেক্স) একটি লাইভ এটেনুয়েটেড হোমোলোগাস স্ট্রেইন LSD ভ্যাকসিন।

বেঙ্গল ওভারসিজ লিমিটেড-এর মার্কেটিং ম্যানেজার ডা: মোহাম্মদ ছাদেকুর রহমান জানান, “লাম্পি প্রতিরোধে সচেতনতা এবং সঠিক মাত্রায় সঠিক ভ্যাকসিন প্রয়োগ অপরিহার্য। Lumpyvax ভ্যাকসিনটি হোমোলোগাস স্ট্রেইন ব্যবহার করায় এটি অধিক নিরাপদ এবং কার্যকর।”

বেঙ্গল ওভারসিজ লিমিটেড বাংলাদেশে Intervet International b.v (MSD Animal Health)-এর একমাত্র পরিবেশক হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত Lumpyvax সরবরাহ করে আসছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম আলমগীর আশ্বস্ত করে বলেন, “আমাদের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ রয়েছে, তাই ঈদ বা কোরবানির সময় গবাদি প্রাণি সংরক্ষণ নিয়ে খামারিদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

📞বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
BENGAL OVERSEAS LTD.
(Exclusive Distributor: Intervet International b.v, A Subsidiary of MSD Animal Health)
Paragon House (6th Floor), 5, Mohakhali C/A, Dhaka-1212, Bangladesh
Tel: 880-2-55040835 / 37 / 43