মৎস্য চাষিদের জন্য পুষ্টিসমৃদ্ধ, নির্ভরযোগ্য ও কার্যকর ফিড হিসেবে চেরিশ ফিশ ফিড দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: মাছ চাষে কাঙ্ক্ষিত উৎপাদন এবং লাভজনক ফলাফল অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ফিড কনভার্সন রেশিও (FCR)। আর এই FCR নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর, যার মধ্যে সবচেয়ে বড় অনুষঙ্গ হলো সঠিক ও ব্যালেন্সড নিউট্রিশন। বিশেষজ্ঞরা জানান, মাছ চাষে মোট উৎপাদন খরচের প্রায় ৭০-৭৫ শতাংশই ব্যয় হয় ফিশ ফিডে। তাই মাছ চাষে ভালো রেজাল্ট এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ, মানসম্মত ও ব্যালেন্সড ফিডের বিকল্প নেই।

এ প্রসঙ্গে আর বি এগ্রো লিমিটেড-এর এজিএম (ফিশ ফিড) সাইফি নাসির বলেন, "ব্যবহারে চেরিশ ফিশ ফিড সাফল্য নিশ্চিত।" তিনি আরও বলেন, মাছ চাষে কাঙ্ক্ষিত উৎপাদন পেতে হলে অবশ্যই ব্যালেন্সড ডায়েট প্রয়োজন এবং সেটি হতে হবে প্রয়োজনীয় সব পুষ্টিগুণে সমৃদ্ধ। চেরিশ ফিশ ফিডে রয়েছে উন্নত মানের কাঁচামাল, বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত ফর্মুলেশন এবং মাছের বৃদ্ধিতে সহায়ক প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান, যা মাছের দ্রুত বৃদ্ধি ও সঠিক শরীর গঠনে ভূমিকা রাখে।

চাষিদের অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চেরিশ ফিশ ফিড ব্যবহারে FCR থাকে নিয়ন্ত্রণে, মাছের স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন লক্ষ্য পূরণ সহজ হয়। ফলে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং মাছ চাষ হয়ে উঠছে আরও টেকসই। তাই চাষিদের জন্য পুষ্টিসমৃদ্ধ, নির্ভরযোগ্য ও কার্যকর ফিড হিসেবে চেরিশ ফিশ ফিড দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সারা দেশে।