এগ্রিলাইফ২৪ ডটকম: পাইকগাছা উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা গতকাল ৩১ জুলাই, অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (SAFAL for Integrated Water Resource Management-IWRM) প্রকল্পের আওতায় বাস্তবায়িত মাইক্রো ওয়াটারশেড (ছোট খাল) এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সফল ফর আইডব্লিউআরএম উত্তরণ অংশের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া খুলনার ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং চলমান কার্যক্রমসমুহ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস মডেল পাইলটিং বাস্তবায়নের কৌশলাদি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। মাইক্রো ওয়াটারশেডের নির্বাহী কমিটির সদস্যরা পুনঃখননকৃত মাইক্রো ওয়াটারশেডের নেট-পাটা অপসারণ, পাড়ে বৃক্ষ রোপন ও সংরক্ষণ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ জলাবদ্ধতা নিরসন, জল নিস্কাশন ও ফসলে সেচ প্রদানে আরও বেশি বেশি খাল পুনঃখনন করার জন্য জোর দাবী জানান। অবহিতকরণ সভায় অংশ নিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরাম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব প্রমুখ খাল খনন/পুনঃখননের উপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, খাল খননের বহুবিধ গুরুত্ব রয়েছে। তিনি সলিডারিডাড ও উত্তরণ-কে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানান। জেলা প্রশাসকের খাস খতিয়ানের মজা জমি পুনঃখননের আওতায় আনার জন্য সলিডারিডাড ও উত্তরণকে অনুরোধ জানান।
অবহিতকরণ সভায় সলিডারিডাড নেট ওয়ার্কের প্রোগ্রাম অফিসার সুব্রত রায়, উত্তরণ-এর ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ আব্দুস সাত্তার, পাইকগাছার ওয়াটার ফ্যাসিলিটেটর দিবাকর ও তৌহিদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্প শুরু হতে আজ অবধি পাইগাছা এলাকায় ৭টি খাল ও ২টি পুকুর পুনঃখনন করা হয়েছে।