পাবনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বিনালেবু-১ এর চারা বিতরণ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

মোঃ গোলাম আরিফ: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী, পাবনায় বিনালেবু-১ এর চারা বিতরণ করা হয়। ২৯ জুলাই ২০২৫ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, ঈশ্বরদী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমজাদ হোসেন, অধ্যক্ষ, ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী, পাবনা। সভাপতিত্ব করেন মুহাম্মদ ফেরদৌস ইকবাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, ঈশ্বরদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ ও মোঃ মাহবুবুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, ঈশ্বরদী। এছাড়াও অনুষ্ঠানে বিনা ও কলেজের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, তরুণরা এ দেশের ভবিষ্যৎ কারিগর। তরুণদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং সবুজায়নকে উৎসাহিত করা। এই উদ্যোগ কেবল এক একটি বৃক্ষ রোপণের কাজ নয় বরং এটি একটি বৃহত্তর আন্দোলনের অংশ, যা আমাদের প্রাকৃতিক পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং যত্নশীলতার অনুভূতি তৈরি করবে। এই চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে ফলজ বৃক্ষরোপণের আগ্রহ তৈরি হবে এবং পরিবেশ সুরক্ষায় তাদের অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। বিশেষত যেসব তরুণ পরিবেশের প্রতি আরো দায়িত্বশীল হতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ ক্ষেত্র হয়ে উঠতে পারে।

বিনালেবু-১ একটি উচ্চ ফলনশীল জাত। বিশেষ করে ভাইরাস প্রতিরোধে ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। অধিকাংশ লেবু বীজশূন্য হওয়ায় বাজারে এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গাছটি সারা বছর ফল দেয় এবং সঠিকভাবে পরিচর্যা করলে ১০-১৫ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। লেবু একটি লাভজনক ফসল, চাইলে তরুণরা তাদের পড়ালেখার পাশাপাশি সহজেই এর চাষ করে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারেন। আসলে এই ধরনের উদ্যোগ শুধু ব্যক্তিগত লাভের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং এটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে ও সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সক্ষম। এভাবে উদ্ভাবনী চিন্তা ও কার্যক্রম তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে এবং দেশের কৃষিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে।

বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিনালেবু-১ এর চারা বিতরণ করা হয়।