"বাণিজ্যিকভাবে সফল মাছ চাষ ব্যবস্থাপনা" বিষয়ক সফল সেমিনার অনুষ্ঠিত হলো নকলায়

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: শেরপুর জেলার নকলা উপজেলায় ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার “বাণিজ্যিকভাবে সফল মাছ চাষ ব্যবস্থাপনা” শীর্ষক একটি দিনব্যাপী সফল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ফিড কোম্পানি নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারী লিমিটেড-এর সহযোগিতায় সেমিনারটি আয়োজন করেন প্রতিষ্ঠানটির লয়াল এজেন্ট পরশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রুবেল।

সেমিনারটি পরিচালনা করেন নারিশ ফিডের সদ্য যোগদানকৃত ARSM ডা. মোহাম্মদ আশরাফুল আলম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারী লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (GM) জনাব S.M.A হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র AGM মো. ওবায়দুল ইসলাম।

মূল প্রেজেন্টেশন প্রদান করেন নারিশ ফিডের DRSM কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন। তিনি আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনা ও চাষিদের করণীয় বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। এরপর জুনিয়র AGM মাছের পুষ্টি, খাদ্য ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন নিয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সেমিনারের শেষ পর্যায়ে জনাব S.M.A হক তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে মাছ চাষিদের আধুনিক ব্যবস্থাপনা গ্রহণের আহ্বান জানান এবং নারিশ পরিবারের সঙ্গে যুক্ত থেকে লাভজনক মাছ চাষ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই সেমিনারে নকলা উপজেলার ৫০ জনেরও বেশি মাছ চাষি অংশগ্রহণ করেন এবং সকলে আন্তরিকভাবে আলোচনা শোনেন ও মতামত বিনিময় করেন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা কয়েকটি মডেল ফার্ম পরিদর্শন করেন, যার মধ্যে এ আর অ্যাগ্রো ফার্ম, বাজিটখুলা ও আদর্শ মৎস্য খামার উল্লেখযোগ্য ।

রাতে প্রতিনিধিদলটি একটি বায়োফ্লক ফিশ কালচার ফার্ম পরিদর্শন করেন, যেখানে আধুনিক বায়োফ্লক ট্যাঙ্ক প্রযুক্তি সরেজমিনে দেখা হয় এবং সংশ্লিষ্ট চাষিদের টেকনিক্যাল পরামর্শ ও উৎসাহ প্রদান করা হয়।

এই সফল আয়োজনের মাধ্যমে নারিশ ফিড আরও একবার প্রমাণ করেছে যে, দেশের মাছ চাষ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সেমিনারে অংশগ্রহণকারী চাষিরা নারিশ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।