এগ্রিলাইফ২৪ ডটকম: মণিরামপুর উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এর সভাপতিত্বে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয় । ০৭ আগস্ট অনুষ্ঠিত সভার শুরুতে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার-মাইক্রো ওয়াটারশেড গভর্ণনেন্স কৃষিবিদ ড. এস এম ফেরদৌস সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্ম এলাকা সভায় বর্ণনা করেন।
উপজেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী ফয়সার আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত খাল পুনঃখননের গুরুত্ব আরোপ করে আরও বেশি সংখ্যক খাল পুনঃখননের প্রস্তাব করেন।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের চলমান কার্যক্রম ও পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে পুনঃখননকৃত মাইক্রো ওয়াটারশেড ব্যবস্থাপনা ও টেকসই করার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসকদের পক্ষে কৃষ্ণ মুখার্জী নেট-পাটা অপসারণ, কচুরিপানা পরিস্কার করার জন্য প্রস্তাব করেন। মাইক্রো ওয়াটারশেডগুলোর পক্ষে বক্তব্য দেন আনিসুর রহমান, সিরাজুল ইসলাম ও রেজাউল ইসলাম।
অন্যান্যের মধ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন এর ওয়াটার ক্লাস্টার অফিসার শুকুমার বিশ্বাস, মোঃ জসিম উদ্দিন ও কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর তপন কুমার সরকার, মোঃ মাসুদুর রহমান, ফাল্গুনী হালদার ও প্রিয়াংকা রানী বসাক উপস্থিত ছিলেন।