ভাল ফসল উৎপাদনে ভাল বীজ অপরিহার্য: শেকৃবি উপাচার্য

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, ভাল ফসল উৎপাদনের জন্য ভাল বীজ অপরিহার্য। রবিবার ইনস্টিটিউট অব সীড টেকনোলজীর এমএস জুলাই-ডিসেম্বর ২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা ভাগ্যবান যে এমন বিষয়ে মাস্টার্স করছ, যা দেশের কৃষি উৎপাদনে সহায়ক হবে এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, গবেষণা কেন্দ্র পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, আই কিউ এ সির পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী এবং আই সিটির পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব সীড টেকনোলজীর পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা।