কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ডার গার্ড বাংলাদেশ, খুলনা সেক্টরকে ফলজ চারা সরবরাহ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: ‘২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বিভিন্ন সংস্থায় বিনামূল্যে চারা সরবরাহ কর্মসূচী’ এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উদ্যোগে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ, খুলনা সেক্টরকে ফলজ চারা সরবরাহ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার এর হাতে বিভিন্ন প্রজাতির ৫০০টি নারিকেল, তাল, আম, নিম, জাম, বেল ও কাঁঠালের চারা তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম।

চারা বিতরনের সময় জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নিপা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হিরণময় কুন্ডু, উপ-সহকারী কৃষি অফিসার শুক্লা দাস ও বর্ডার গার্ড বাংলাদেশ এর দায়িত্বশীল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে ফলজ চারা রোপনের জন্য গর্ত তৈরি, সার প্রয়োগ, রোপনের দূরত্ব ও রোপন পরবর্তী চারা গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এস এম ফেরদৌস।