সিলেটের কোম্পানীগঞ্জে জলাবদ্ধ পতিত জমিতে ডালি পদ্ধতিতে সবজি চাষ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের কলেজ পড়ুয়া তরুণ উদ্যোক্তা নাবিল হাসান জলাবদ্ধ পতিত জমিতে ডালি পদ্ধতিতে সবজি চাষ করে নতুন চমক সৃষ্টি করেছেন।পরিবারের সহযোগিতায় ডালি পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। তার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক নির্দেশনায় তরুণ উদ্যোক্তার করা পতিত ও জলাবদ্ধ জমিতে সবজি চাষ সিলেট অঞ্চলের জন্য একটি নতুন প্রযুক্তি। এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। হলুদ ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ, জৈব বালাইনাশক এবং ফলন বৃদ্ধির জন্য লাউ-কুমড়ার কৃত্রিম পরাগায়ন, ২জি,৩জি কাটিং এর মত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

তরুণ উদ্যোক্তা জলাবদ্ধ জমিকে বিশেষ উপায়ে কাজে লাগিয়ে লাউ, মিষ্টিকুমড়া, করলা চাষ করেছেন। তিনি তার উৎপাদিত সবজি পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রি ও করতে পারছেন বলে জানান।তিনি মনে করেন, পতিত জমিকে কাজে লাগানোর মাধ্যমে নিজের পাশাপাশি দেশের খাদ্য চাহিদা পূরন সম্ভব।

নাবিল হাসানের সবজি চাষ সরেজমিন পরিদর্শনসহ তার সফলতার কাহিনীর ভিডিও ধারণ করতে এআইএস সিলেট টিম উপস্থিত হয়েছিলেন তার জমিতে। তারা নাবিল হাসানের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং আগামীতে আরো বেশি চাষাবাদের জন্য পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মতিন, পাড়ুয়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার মো: আক্তার হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো আব্দুল মতিন পরিদর্শন কালে বলেন, খরিফ ২ মৌসুমে জলাবদ্ধতার কারণে সবজি উৎপাদন ব্যাহত হয় ও বাজারদর বেড়ে যায় এবং সবজি অন্যান্য জেলা থেকে আনতে হয়। এই সমস্যা সমাধানের নিমিত্তে কোম্পানীগঞ্জ সহ সিলেটে বিদ্যমান জলাবদ্ধ জমিতে মাচা তৈরির মাধ্যমে ডালি পদ্ধতিতে সবজি চাষ হতে পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের একটি উন্নত মাধ্যম ।