কটিয়াদী উপজেলার পোল্ট্রি খামারিদের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: “বছরের অধিকাংশ সময় আমরা লোকসানের মুখে পড়ি মূলত পরিকল্পনার অভাব, তথ্য-ঘাটতি ও বাজারের অস্থিরতার কারণে। তবে বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর ধারাবাহিক কর্মশালাগুলো আমাদের নতুন দিশা দেখাচ্ছে।” এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রান্তিক পর্যায়ের খামারিরা একদিন ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে খামারিরা এখন ক্রমেই সচেতন হচ্ছেন নিরাপদ পোল্ট্রি উৎপাদনের মাধ্যমে ভোক্তারা যেন সুলভ মূল্যে ডিম ও মুরগির মাংস পেতে পারেন।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর আয়োজনে অনুষ্ঠিত এক কারিগরী কর্মশালায় উপস্থিত খামারীরা এমন অনুভূতি ব্যক্ত করেন। স্থানীয় খ্যাতনামা পোল্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান তোয়া পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের প্রোপাইটর জনাব রফিকুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় কারিগরি বক্তব্য উপস্থাপন করেন বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর পক্ষ থেকে ডাঃ তানজিমুল ইসলাম সাফোয়ান (TSO) এবং জনাব নাসির উদ্দিন, রিজিওনাল সেলস ম্যানেজার।

দিনব্যাপি প্রাণবন্ত এ কর্মশালায় অংশগ্রহণকারী খামারিদের উদ্দেশে বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক সমাধান ও পরিকল্পিত খামার ব্যবস্থাপনা ছাড়া টেকসই উৎপাদন সম্ভব নয়। এ সময় তারা বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর পণ্যগুলোর সঠিক ব্যবহার, কার্যকারিতা এবং খামারিদের উপকারিতা তুলে ধরেন।

উল্লেখযোগ্যভাবে আলোচনা হয় কানাডার Atomes-এর উদ্ভাবনী জীবাণুনাশক Bioxy Enviro, প্রোবায়োটিক ও বায়োলজিকাল এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটর NOVO BIOTIC, দ্রুত আরোগ্যে সহায়ক Saife PLUS Super, বিশ্বব্যাপী স্বীকৃত Mentofin, এবং পোল্ট্রির জন্য আধুনিক ট্রিপল অ্যাকশন পারফরম্যান্স এনহ্যান্সার BYTOX BHK নিয়ে। বিশেষ করে মাইকোটক্সিনজনিত ক্ষতি প্রতিরোধ, প্রাণীর সুস্থতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নতিতে এসব পণ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় খামারিদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, আধুনিক প্রযুক্তি, সঠিক দিকনির্দেশনা এবং খামারি-কেন্দ্রিক উদ্যোগই পারে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে।